কচুয়ায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩০ জুন বৃহস্পতিবার ভোরে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের বায়েক মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক শফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কচুয়া থেকে মোটরসাইকেলটি ঢাকা মেট্রো (ল- ৩৬২৪৬১) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অপর দিকে মালবাহী ট্রাক ঢাকা মেট্রো (ট-২২৭২৬৪) ঢাকা থেকে কচুয়া আসার পথে বায়েক মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম মারা যায় এবং তার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
পরে খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঘাতক ট্রাকটি আটক জব্দ করা হলেও এবং চালক পালিয়ে যায়। এদিকে দূর্ঘটনা এড়াতে দ্রুত বায়েক এলাকার প্রতিটি মোড়ে স্প্রীড বেকার স্থাপনের দাবি জানান এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur