জিসান আহমেদ নান্নু, কচুয়া :
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন বলেছেন, “ক্ষুদা- দারিদ্র ও শোষনমুক্ত আধুনিক দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায়, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আধুনিক, সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে যুবদেরকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে।”
শনিবার (১৯ সেপ্টেমরব) বিকেলে পৌর ভবন মিলনায়তনে, কচুয়া উপজেলা শাখা জাতীয় যুব জোট কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
দাবি আদায়ে রাজপথ দখলে বিকল্প নেই। যুব অধিকার আদায় না হওয়া পর্যন্ত যুব জোট রাজপথে থাকবে। যুবদের প্রধান বিষয় হল কাজ। বেকারত্ব মানুষের সবচেয়ে চরম অভিশাপ। সরকারের প্রতি আমাদের দাবি কক্রবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও উত্তর বঙ্গের সম্পদ রক্ষা করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে হবে। আর এই পর্যটন কেন্দ্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ এগিয়ে নেয়া যাবে।
যুব জোট কচুয়া শাখার সদ্য সভাপতি ডাঃ আঃ হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলের পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাসদ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব জোটের সভাপতি সোহেল আহমেদ, জেলা জাসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাসুদ হাসান, কচুয়া পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হোসনেআরা সিরাজ ও জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মিঠুন বিশ্বাস।
কর্মী সমাবেশের শেষ পর্বে জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় যুব জোট কচুয়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষনা করেন।
কমিটির নয়া সভাপতি ডাঃ মোঃ আঃ হাই, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ জাহিদুল হক, মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক, হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ মিয়া হাজারী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, অর্থ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, যুব মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার ময়না, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক মানিক মজুমদার, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ খোকন। কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন- আলমগীর হোসেন, মোঃ মাসুদ, মোঃ ফারুক হোসেন, মোঃ মহীউদ্দীন ও সোহেল মুন্সি। এ সময় কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন নয়া কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur