Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গনসংযোগ
প্রার্থীর

কচুয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গনসংযোগ

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ আজাদ আনারস মার্কা ভোট চেয়ে গনসংযোগ করেছেন। রোববার ওই ইউনিয়নের আলীয়ারা,নন্দনপুর,খিলমেহের,সেঙ্গুয়া গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আনারস মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ ও প্রচারনা করেন।

এসময় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ আজাদ বলেন, আনারস মার্কায় ব্যাপক গনজোয়ার উঠেছে। ইউনিয়নবাসী শর্তস্ফুতে ভাবে জোট বেধে আনারস মার্কায় ভোট দিতে চায়। আগামী ৫ জানুয়ারি ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে ভোট দিয়ে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত করলে অসমাপ্ত কাজ সম্পন্ন করে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলব।

এদিকে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ আজাদ খিলমেহের পাঠান বাড়ীর সামনে রবিবার বেলা ৩টার দিকে পথসভায় বক্তব্য দেয়ার সময় প্রতিপক্ষ নৌকার একটি মিছিল এসে তার নেতাকর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী ও সিএনজি ভাংচুর করে নৌকার কর্মী সমর্থকরা।

নৌকা কর্মীর হামলায় আহতরা হচ্ছেন, আনারস মার্কার কর্মী রায়হান,সিএনজি চালক কাউছার,বাবু,রুবেল ও কর্মী ফরহাদ।

খবর পেয়ে কচুয়া থানার এসআই শাহিন ও এএসআই এনাম সিদ্দিকী ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কচুয়া প্রতিনিধি