তিন জনই আওয়ামী যুবলীগের শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত। একজন সাদা কামাল, একজন কালো কামাল ও অপর জন গাজী কামাল। কচুয়া পৌরসভা নির্বাচনে ৩টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তারা।
৩ জনই ত্যাগী নির্যাতিত ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী। তন্মধ্যে কামাল হোসেন অন্তর (সাদা কামাল) গত পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ওই ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থন পেয়ে উটপাখি মার্কায় লড়ছেন।
৬নং ওয়ার্ডে মোঃ কামাল হোসেন টিটুও আওয়ামী সমর্থন নিয়ে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থী মোঃ কামাল হোসেন গাজী ৩নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনজনই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur