চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে সোমবার ৭ অক্টোবর ভোরে অভিমান করে সবুজ হোসেন (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। সে ওই গ্রামের মো.শামসুল হকের ছেলে। পুলিশ সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করছে।
কচুয়া থানার এস.আই শিমুল বড়–য়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত সবুজ তার পরিবারের লোকজনের সাথে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে বাড়ির দক্ষিণ পার্শ্বে আম গাছের সাথে গলায় ফাঁস দিলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
জিসান আহমেদ নান্নু,৭ অক্টোবর ২০১৯
]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur