কচুয়া উপজেলার সাচার এলাকার নাগরপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের চারু মিয়ার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সাচার বাজারের মানিকের সেলুন থেকে তাকে ২৫ পিছ ইয়াবাসহ স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই্) মোঃ মোস্তফা চৌধুরী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার নং-০৬ তারিখ-১৩/০৯/২০১৫ইং।
এলাকা সূত্রে জানা গেছে সাচার নাগরপাড়া গ্রামের অধিবাসী চারু মিয়ার পুত্র লিটন দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছে। মাঝে মাঝে পুলিশি অভিযানে গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে এসে পুনরায় রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এদিকে সচেতন এলাকাবাসী কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আপডেট: ১১:১৫ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur