কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে আওয়ামী দলীয় কাউন্সিলর প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পেয়েছেন পৌর ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের । মঙ্গলবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেন।
পৌর ছাত্রলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আবুল খায়ের রুমি জানান, বর্তমান কাউন্সিলর আক্তার হোসেন নির্বাচিত হওয়ার পর ৯নং ওয়ার্ডবাসী প্রত্যাশিত সেবা পায়নি। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, পানি সরবরাহ, বাল্য বিয়ে, ইভটিজিং বন্ধ ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে তাদের মতামতের ভিত্তিতে পৌর ওয়ার্ডবাসীর সেবা করব।
এজন্য তিনি ৯নং ওয়ার্ডের সকল ভোটার ও সমর্থকদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৮:৩০ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫, ঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur