Home / উপজেলা সংবাদ / হাইমচরে ৪ ওষুধের দোকানে অর্থদণ্ড
Karadondo
প্রতীকী

হাইমচরে ৪ ওষুধের দোকানে অর্থদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলায় ড্রাগ লাইসেন্স বিহীন ৪টি ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল এ অর্থদণ্ড প্রদান করেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে: হাইমচর সদর আলগী বাজারের মাসুদ ফার্মেসী, মা মেডিকেল. মাষ্টার ফার্মেসী ও আব্বাস ফার্মেসী।

হাইমচর বাজারের ব্যবসায়ী আবুল বাসার জানান, দীর্ঘদিন এসব দোকানগুলো লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল জানান, ওষুধ বিক্রির জন্য কোন ধরনের কাগজপত্র এসব দোকানে পাওয়া যায়নি। এ কারণে মাসুদ ফার্মেসীকে ১০ হাজার, মা মেডিকেলকে ১০ হাজার, মাস্টার ফার্মেসীকে ৫ হাজার ও আব্বাস ফার্মেসীকে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। লাইসেন্স না করলে পরবর্তীতে জেল-জরিমানা দেয়া হবে।

স্পেশাল করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৮:১০ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫, ঙ্গলবার

ডিএইচ