চাঁদপুরে কচুয়া পৌরসভাধীন কান্দারপাড় গ্রামে সোমবার(০৮ অক্টোবর) বিকালে অজয় সরকার (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের পলাশ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,‘পারিবারিক কলহের জের ধরে সাথে অভিমান করে অজয় সরকার তাদের বসতঘরের আঁড়ার সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অজয় সরকার মেধাবী ছাত্র ছিলো বলেও স্থানীয়রা জানান। সে বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় এবং এবারের এইচএসসি পরীক্ষায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার প্রস্ততি নিচ্ছিল।’
এ ব্যাপারে কচুয়া থানার ওসি তদন্ত মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর সংবাদ পেয়ে ওই দিনরাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।’
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
০৯ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur