Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এসএসসি-দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫৭৭ জন
result

কচুয়ায় এসএসসি-দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫৭৭ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সদ্য প্রকাশিত কচুয়ায় চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ৪ হাজার ৩শ ৭০জন পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ন হয়েছে ৪৩১৫জন। শতকরা পাসের হার ৯৯ভাগ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪০জন। অপর দিকে দাখিল পরীক্ষায় ১ হাজার ৩শ ৫৭ জন অংশগ্রহন করে ১৩৩৫জন উত্তীর্ণ হয়। পাসের হার শতকরা ৯৮ ভাগ। তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩৭জন।

এদিকে কচুয়ার ১২টি উচ্চ বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে- আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, আশ্রাফপুর উচ্চ বিদ্যালয়, কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয়, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, পনশাহী উচ্চ বিদ্যালয়, চাঙ্গিনী উচ্চ বিদ্যালয় ও পাথৈর উচ্চ বিদ্যালয়।

এছাড়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে মোট ১৯৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৮০জন কৃতকার্য হয়। পাসের হার ৯২। জিপিএ ৫ পেয়েছে ১০ জন।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু