Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এসআইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
sibl kachua

কচুয়ায় এসআইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ (এসআইবিএল) এর এজেন্ট ব্যাংকিং শাখা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

‘সবখানে সবার প্রয়োজনে’ এ শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.টি আবু নাসের চৌধুরী ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় উত্তরা ব্যাংকের সাবেক ডিজিএম ও সিংআড্ডা বাজারে এসআইবিএলের এজেন্ট ব্যাংকিংয়ের অন্যতম উদ্যোক্তা এস.এম সালাউদ্দিনের সভাপ্রধানে ও সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসআইবিএল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.টি আবু নাসের চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাবেক ডিজি মোঃ আমির হোসেন মজুমদার, এসআইবিএল কচুয়া শাখার ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন, এফএবি মোস্তফা আল ফারুক, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, সাবেক প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন খান।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওঃ মোঃ আব্দুল জলিল।

প্রসঙ্গত, নগদ টাকা জমাদান, উত্তোলন, দেশ বিদেশ থেকে টাকা প্রদান, বিদ্যুৎ বিল পরিশোধ, নতুন একাউন্ট খোলা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত জনপ্রিয় এ এজেন্ট ব্যাংকিং শাখাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন, এএসএম ইফরান উদ্দিন।

জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ