চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে কেক কাটলেন চাঁদপুর জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।
এ উপলক্ষ্যে বুধবার বিকালে কচুয়ার নলুয়া হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় কোরআন খতম,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,আওয়ামী লীগ নেতা সোলেমান মিয়াজী, জিসান আহমেদ পাটওয়ারী,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ কাউছার আলম।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur