চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুরের কচুয়ার আতিশ্বর গ্রামের মৃত: রেহান উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আঃ ছালাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ ছাদেকুর রহমান তাকে ২০ পিছ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এসআই মোঃ ছাদেকুর রহমান জানান, গ্রেফতারকৃত আব্দুস সালাম এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur