চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য ও তরুন সমাজ সেবক মো. হুমায়ুন কবির সুজন পাটওয়ারীকে গনসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে তাঁকে ফুলেল শুভেচ্ছা,সন্মাননা ক্রেষ্ট ও নাগিরক সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য জিসান আহমেদ ও রাজীব পাটওয়ারীর যৌথ পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, শাসনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সোহেল রানা, উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র বণিক,সমাজসেবক হুমায়ুন কবির মোল্লা,সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু,নিন্দপুর এম.কে আলমগীর স্কুল এন্ড কলেজের প্রভাষক কাউছার আলম,সমাজসেবক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম,সেবাব্রত সংঘের সাধারন সম্পাদক জয়দেব বণিক,ছাত্রলীগ নেতা আলামিন পাটওয়ারী সহ আরো অনেকে।
এসময় এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ ১০টি প্রতিষ্ঠান তাঁকে সন্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।
কচুয়া প্রতিনিধি, ২৭ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur