Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আ’লীগ নেতার উপর হামলার অভিযোগ

কচুয়ায় আ’লীগ নেতার উপর হামলার অভিযোগ

‎Monday, ‎May ‎18, ‎2015  08:47:41 PM

কচুয়া করেসপন্ডেন্ট :

চাঁদপুর জেলার কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিতারা গ্রামের ডা. মো. জাকির হোসেন (৪২)-এর উপর হামলার অভিযোগ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার পূর্ব বিতারা গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জাকির তার নিজ বাড়িতে মোটরসাইকেলের ধোয়ামোছার কাজ করছিলো। এ সময় হঠাৎ করে পার্শ্ববর্তী বাড়ির মৃত আজগর খলিফার পূত্র মো. জাহাঙ্গীর আলম জিল্লু ছোরা দিয়ে ডা. জাকির হোসেনে কণ্ঠনালীর নীচের অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা অপরিবর্তিত হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হামলার শিকার আওয়ামী লীগ নেতা ডাঃ মোঃ জাকির হোসেন বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।