Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁদপুরের কচুয়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ অক্টেবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, “দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে” এ প্রতিপাদ্য স্লোগান নিয়ে এগিয়ে যেতে হবে। কচুয়ার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে এ বিষয়টি নিয়ে আলোচনা করলে ছাত্র-ছাত্রীসহ আমজনতা এ বিষয়টি সম্পর্কে অবগত হবেন। এবং এ কৌশল সম্পর্কে জানতে পেরে নিজেকে নিরাপদে রাখতে পারবেন।

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির হোসেনর উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ¦ নুরুন্নবী মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, কচুয়া বার্তা পত্রিকার সম্পাদক আলমগীর তালুকদার, বিআরডিবির চেয়ারম্যান জাবের মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মবিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. আনিসুর রমান, ফায়ার সার্ভিস স্টেশন প্রধান ইয়াছিন প্রধান।

আলোচনা শেষে এ দুর্যোগ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা নিয়ে কোয়া র্কোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ফায়ার সার্ভিস ও কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বৃন্দ পৃথক পৃথক দু’টি মহড়া দেন। এসময় উপজেলা শত শত উৎসুখ জনতা মহড়াটি উপভোগ করেন।

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া

Leave a Reply