চাঁদপুরের কচুয়ার জয়নগর গ্রামে বৈদ্যুতিক আগুনে হানিফ মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা মালামালসহ প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতিসাধান হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, জয়নগর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে হানিফ মিয়া পরিবারের লোকজন ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তবে কী ভাবে এ অগ্নিকান্ড ঘটেছে। তা কেউ নিশ্চিত করতে পারেনি। তবে ধারনা করছেন বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকান্ড হতে পারে।
তাৎক্ষণিক দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আশেকুর রহমান,ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সমবেদনা জানান।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া। ৮ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur