কচুয়া উপজেলার সাহেদাপুর গ্রামের অধিবাসী ও কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক কিডনী ও দুরারোগ্য রোগে অসুস্থ হয়ে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ওই হাসপাতালের ৫০৬নং বেডে ভর্তি করান। তিনি বর্তমানে ওই হাসপাতালের বিশেষজ্ঞ ডা. প্রফেসর আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় তার কিডনী অপারেশন করা হবে। সফল অপারেশন ও সুস্থতায় কচুয়াবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৮:২৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur