কচুয়ায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মজুমদারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। পৌরসভার পলাশপুর খোশনাহার কটেজে গ্রিল কেটে অজ্ঞাত চোরের দল নগদ টাকাসহ অন্যান্যা মালামাল চুরি করে নিয়ে যায়। এতে নগদ ১৫ হাজার টাকা ও সিটি ব্যাংকের এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ শাহাবুদ্দিন মজুমদার জানান।
তিনি জানান, বুধবার মধ্যরাতে খোশনাহার কটেজে থাইগ্লাস ও গ্রীল কেটে সুকৌশলে ঘরে প্রবেশ করে অজ্ঞাত চোরের দল নগদ টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
ঘটনাস্থর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। এ ঘটনায় কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৯ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur