চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার থেকে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ‘অবৈধ’ ১৫০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ।
এসময় মিনি ট্রাক চালক আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।
এব্যাপারে কচুয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি বাজারের কেডিসি ঘাট থেকে জনৈক অশোক সাহার(জনতা ট্রেডার্স) গোডাউন থেকে মিনি ট্রাক (ঢাকা মেট্টো-১৬-৪৬১১) যোগে কচুয়া উপজেলার উত্তর পালাখাল বাজারে ব্যবসায়ী আছেম মজুমদারের জন্য (মজুমদার ট্রেডাস) ১৫০ বস্তা ইউরিয়া সার নিয়ে আসছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে, সাচার পুলিশ ফাঁিড়র এসআই সাদেকুর রহমান সাচার বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে সার বোঝাই ট্রাকটি জব্ধ করে। এসময় ট্রাক চালককে আটক করা হলে ও হেলপার পালিয়ে যায়।
সার আটকের কথা স্বীকার করে সাচার পুলিশ ফাড়িঁর এস আই সাদেকুর রহমান জানান, আটককৃত সার অবৈধ। নিয়মবহির্ভুত ভাবে এক থানা থেকে অন্য থানায় সার সরবরাহ অবৈধ।
অন্যদিকে আছেম মজুমদারের ছেলে মনির মজুমদার জানান, তিনি এ বিষয়ে জানেন না।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ