Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি
কচুয়ায় অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি
OLYMPUS DIGITAL CAMERA

কচুয়ায় অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

কচুয়ায় গত কয়েক দিনে টানা অবিরাম বৃষ্টিতে পৌর এলাকাসহ উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিশেষ করে সড়ক গুলোর দু’পাশের অংশ ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এ সকল গর্তে পানি জমে রাস্তা ভেঙ্গে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা গুলো সহসাই সংস্কারের উদ্যোগ না নিলে প্রাণহানীসহ যে কোন বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।

সরে জমিনে দেখা গেছে পৌরসভাধীন কচুয়া বাজার থেকে সড়ক, কচুয়া ডাকবাংলো হয়ে ব্যাংকপাড়া সড়কটি বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তবে এ সড়কে ড্রেনেজের কাজ শুরু হলেও ঠিকাদারের অবহেলায় কাজ দীর্ঘ দিন পরে রয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় ব্যাংক, পল্লী বিদ্যুৎ, হিমাগার ও প্রয়োজনীয় কাজে উপজেলা অফিস পাড়ায় আসা যাওয়া মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এছাড়া কচুয়া-সাচার আঞ্চলিক সড়কের আকানিয়া, ঘাঘড়া, পালাখাল, সাচার, বায়েক সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে বাধা গ্রস্থ হচ্ছে। এছারা বাতাপুকুরিয়া-মাঝিগাছা সড়ক, পালাখাল-নন্দনপুর সড়ক, উঃ পালাখাল-ভূইয়ারা সড়ক, বাঁচাইয়া-সহদেবপুর সড়ক, গুলবাহার-তুলপাই সড়ক, কচুয়া-সিংআড্ডা সড়ক, কচুয়া-উজানী সড়ক, সুবিদপুর-মিয়ারবাজার সড়ক, মিয়ার বাজার-রহিমানগর সড়ক, রহিমানগর-নাউপুরা সড়ক, নোয়াগাঁও-নলুয়া হয়ে পূর্ব কালচোঁ সড়ক গুলোর অধিকাংশ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসকল রাস্তায় দিনের বেলা কোন রকম যানবাহন চলাচল করলেও সন্ধ্যা নামতেই সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়ে। এদিকে বৃষ্টিতে গর্ত হওয়া রাস্তা গুলো সংস্কারের দাবী জানিয়েছে ভোক্তভোগী এলাকাবাসী।