কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে প্রার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর জানান, গত ১৯ মার্চ তফসিল ঘোষনা করা হয় এবং আজ অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটির নির্বাচনকে গনতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা ৬শ ৩ জন। ৪ জন অভিভাবক সদস্যের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছে। প্রার্থীরা হচ্ছেন- মোঃ আফাজ উদ্দিন মানিক, মোঃ আবু সালেহ, মোঃ আবুল খায়ের মিয়া, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, মোঃ নজরুল ইসলাম, মোঃ সওকত মিয়াজী ও মোঃ মজিবুর রহমান। সব মিলিয়ে আজ শনিবার অনুষ্ঠিত শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে কোন ৪ জন প্রার্থী সদস্য হচ্ছেন এদিকে তাকিয়ে আছে এলাকাবাসী।
]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]
||আপডেট: ০৮:০৮ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০১৬, শুক্রবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur