সৌদি আরবের জেদ্দা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কচুয়ার ভূঁইয়ারা গ্রামের সফিকুল ইসলামের পুত্র মো. মোজাম্মেল হোসেন।
বুধবার বাংলাদেশ সময় বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
বর্তমানে তার লাশ জেদ্দা শহরের হিমঘরে রাখা হয়েছে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা বাবা শোকে কাতর হয়ে পড়েছেন। পাশাপাশি তার বাড়িতে পরিবার ও আত্মীয়দের মাঝে শোকের ছায়া মাতম বইছে।
তার ভাই মো. রাসেল জানান,৪ ভাই বোনের মধ্যে মোজাম্মেল হোসেন সবার বড়। প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু ইউসুফ। সে মৃত্যুর দুই ঘন্টা আগে দেশে মালামাল পাঠানের জন্য মাল ক্রয় করে বাসায় রেখেছে এমন কথা বলেছিলেন পরিবারের কাছে।
ভাইয়ের লাশ দেশে ফেরত আনতে সৌদি দূতাবাসসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,১৩ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur