কচুয়ার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার বিতরণী সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, ইউপি সদস্য ফরিদ আহমেদ পাটওয়ারী, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইদুর রহমান মজুমদারসহ আরো অনেকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur