কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজে একাদশ শ্রেনীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কলেজের সহকারী অধ্যাপক মো. মহসিন ও শাহাদাত হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম প্রমুখ।
এসময় সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রদীপ চন্দ্র সহ কলেজের গর্ভনিংবডির সদস্য,শিক্ষক,অভিভাক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ ফেব্রুয়ারি ২০২৩
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur