কচুয়া উপজেলার মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার (১৫ এপ্রিল) রাতে ও ঈদুল ফিতরের পর ২৫ এপ্রিল মঙ্গলবার রাতে পৃথক দুটি চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদরাসার সুপার মো: সোহরাব হোসাইন বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাঝিগাছা ইসলামীয়া দাখিল মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে থাকা ৫৬ ইঞ্চি টিভি, ওয়াইফাই রাউটার ও টিউবওয়েলের উপরের অংশ (মাথা) চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদরাসার সভাপতি মো: মহসীন পাটওয়ারী জানান, বিগত ২০ বছরেও মাদরাসায় চুরির ঘটনা হয়নি। চুরির বিষয়টি উদঘাটন করে দুষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ এপ্রিল ২০২৬