Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এসএসসি ও দাখিলে ৫ হাজার ৫শ ৩৭ জন পরীক্ষার্থী
এসএসসি

কচুয়ায় এসএসসি ও দাখিলে ৫ হাজার ৫শ ৩৭ জন পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আজ রবিবার চাঁদপুরের কচুয়া উপজেলায় ১১টি পরীক্ষা কেন্দ্রে পৃথকভাবে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১১ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫হাজার ৫শ ৩৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা কেন্দ্র গুলো হচ্ছে: কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬শ ৯২জন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭শ ৭৪জন ও ভোকেশনাল কেন্দ্রে ১শ ৭৫ জন, রহিমানাগর বিএবি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭শ ৯জন, পালাখাল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫শ ১৮ জন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ৬শ ৫১ জন, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪শ ৩০ জন, মাঝিাগাছা এম. এম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২শ ৮৩ জন।

মাদরাসা পর্যায়ে নিশ্চিন্তপুর ডি. এস কামিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৬শ ২৪জন, বিতারা আলিম মাদরাসা মোট পরীক্ষার্থী ৩শ ৯০ জন, মনোহরপুর ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৪শ ৯১ জন। এদিকে এবারের চলতি এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অবাধ-সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে সকলের সহযোগিতা চেয়েছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ এপ্রিল ২০২৬