Home / উপজেলা সংবাদ / কচুয়া মনার্ক কোল্ড স্টোরেজের বার্ষিক মিলাদ ও দোয়া
মিলাদ

কচুয়া মনার্ক কোল্ড স্টোরেজের বার্ষিক মিলাদ ও দোয়া

কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া গ্রামে অবস্থিত মনার্ক কোল্ড স্টোরেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মনার্ক কোল্ড সংলগ্ন জামে মসজিদে এ বার্ষিক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনার্ক কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: হেলাল উদ্দিন।

পালাখাল সালেহীয়া আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল কুদ্দুস খান অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন। এ সময় মনার্ক কোল্ড স্টোরেজের পরিচালক মো: সালাউদ্দিন, ব্যবস্থাপক কাজী মো: মিজানুর রহমান, ইমাম মো: মনির হোসেন, এজেন্ট মহসীন পাটোয়ারী, ছাদেক ব্যাপারী, নবীর হোসেন, আলী আজগর, মনির হোসেন মেম্বার, ইদ্রিস ব্যাপারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাতাপুকুরিয়া গ্রামে অবস্থিত মনার্ক কোল্ড স্টোরেজটি ২০১৫ সালে এই অঞ্চলের কৃষকদের স্বার্থে প্রতিষ্ঠিত হয়। এবছর পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে এ হিমাগারে ৩ লক্ষ বস্তা আলু সংরক্ষণ করা হবে বলে, মনার্ক কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক কাজী মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ মার্চ ২০২৪