কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুধুন্ডা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবক, ঢাকার নয়াপল্টনে এম.আর ট্রাভেলসের পরিচালক মো. মিজানুর রহমান। শিলাস্থান গ্রামের অধিবাসী প্রবাসী মো. শাহাদাৎ হোসেনের ২০ লক্ষ টাকা ও মো. মিজানুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে ৪ লক্ষ টাকার মাধ্যমে প্রাথমিক ভাবে মসজিদের উন্নয়ন কাজ শুরু করা হয়।
মঙ্গলবার সকালে বুধুন্ডা গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বুধুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি মো. আবদুল মান্নান হাজী , সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ, ক্যশিয়ার মো. আবুল বাশার, পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস খান, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. কামরুজ্জামান, যুবলীগ নেতা মো.আবদুল কাদের, মাসুম বিল্লাহ্, আব্দুল মতিন মেম্বার, ছন্দু মুন্সিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মসজিদের উন্নয়নমূলক কাজের সফলতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur