কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে কচুয়া থানায় ওসি’র নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি তদন্ত মো. হারুনুর অর রশিদ,কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও রাকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, কবি আলী আক্কাস তালুকদার, কাউছার আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন, মনির মুন্সী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ। এসময় সাংবাদিক বিল্লাল মাসুম, ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur