কচুয়া প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কচুয়া প্রেসক্লাব কর্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় সভায় সাংবাদিকদের সুনাম-সুখ্যাতী বৃদ্ধির লক্ষ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো মনোযোগী হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো সুদৃঢ় করনসহ প্রেসক্লাব ভবন নির্মাণের অসমাপ্ত কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এই মাসিক সভায় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও রাকিবুল হাসান। প্রেসক্লাবের সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, কবি আলী আক্কাস তালুকদার, মানিক সরকার, কাউছার আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন, মনির মুন্সি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
এসময় সাংবাদিক বিল্লাল মাসুম, ফয়সাল আহমেদ, রাজীব সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া প্রতিনিধি, ৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur