কচুয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভাস্থ নারগিস ফুড প্যাভিলিয়নে কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জিএম ফারুকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন সাধার সম্পাদক রকিবুল ইসলাম মহিন, আইন বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, কোষাধ্যক্ষ মনসুর আহমেদ টেলু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম মিয়াজী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধার সম্পাদক কামাল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাব্বির আহমেদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্যাহ, সাধারন সম্পাদক মির্জা সেলিম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওবায়েদ উল্যাহ প্রমুখ। পরে পৌরসভায় বিভিন্ন সময়ে প্রয়াত নেতাকর্মীদের স্মরনে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur