Home / উপজেলা সংবাদ / কচুয়া পাথৈর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
পাথৈর

কচুয়া পাথৈর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন ভূমি অফিসের যাবতীয় সমস্যা ও সেবার মান বিষয়ে পরিদর্শন করা হয়েছে। সোমবার কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন এ ভূমি অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় সেবা প্রত্যাশী গ্রাহকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

স্থানীয়দের দাবি পাথৈর গ্রামে অবস্থিত পুরনো এই ভূমি অফিসটি দীর্ঘদিন স্থায়ী কার্যালয় না থাকায় পরিত্যাক্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অস্থায়ী ভাবে সেবা কার্যক্রম চলে আসছে। জনস্বার্থে পাথৈর গ্রামে স্থায়ী ইউনিয়ন ভূমি অফিস নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এসময় কচুয়া সার্ভেয়ার তানিয়া আক্তার,পাথৈর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেয়া আক্তার, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ জানুয়ারি ২০২৩