কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি কচুয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো.ইব্রাহীম খলিল এর স্থলাভিসিক্ত হয়েছেন । রবিবার চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে নবাগত কচুয়া থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান হিসেবে যোগদান করবেন এবং কচুয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম খলিলকে হাজীগঞ্জ সার্কেল অফিসে বদলী করা হয়েছে।
এর আগে মোহাম্মদ মিজানুর রহমান বরিশাল জেলা ডিবির ওসি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মতলব উত্তরসহ বেশ কিছু স্থানে কর্মরত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur