কচুয়া উপজেলার আশারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন আর বেঁেচ নেই (ইন্নালি…..রাজিউন)। তিনি রবিবার সন্ধ্যা ৫টার দিকে কচুয়ার ভূঁইয়ারা গ্রামের নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার রাতে জানাজা শেষে মরহুমের লাশ ভূঁইয়ারা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফারুক হোসেন পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মাসুদ রানার বড় ভাই। তার মৃত্যুতে পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আহাদ, সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক কামাল হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur