Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার ডাকাত সর্দার দাউদকান্দি থেকে হ্যান্ডকাপসহ পলাতক
ডাকাত
ডাকাত সর্দার শহীদ উল্যাহ

কচুয়ার ডাকাত সর্দার দাউদকান্দি থেকে হ্যান্ডকাপসহ পলাতক

চাঁদপুরের কচুয়ায় ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি আন্ত:জেলা ডাকাত সর্দার শহীদ উল্যাহ (৩৮) দাউদকান্দি থেকে গ্রেফতারকালে হ্যান্ডকাপসহ পালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার সীমান্তবর্তী গ্রাম দাউদকান্দির তালেরছেও গ্রামের বড় বাড়িতে ডাকাত সর্দার শহীদ উল্যাহকে আটক করে এক হাতে হ্যান্ডকাপ পড়িয়ে অন্য হাতে হ্যান্ডকাপ পড়ানোর মুহুর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ পালিয়ে যান তিনি। এসময় উভয়ের সাথে ধস্তাধস্তিতে কচুয়া থানার এএসআই জয়নাল আবেদীন ও বাবুল বেগ আহত হয়। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ মে কচুয়া উপজেলার জয়নগর গ্রামে স্কুল শিক্ষক আতাউর রহমান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় আতাউর রহমান আজাদ বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন (যার নং- ২১)।

ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে মঙ্গলবার ডাকাত সর্দার শহীদ উল্যাহর শশুর বাড়ি তালেরছেও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দাউদকান্দি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে যায় কচুয়া থানা পুলিশ।

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, হ্যান্ডকাপসহ পালানো ডাকাত সর্দার শহীদ উল্যাহ’র বিরুদ্ধে দেবীদ্বার,চান্দিনা,কচুয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, হ্যান্ডকাপসহ পালানো ডাকাত সর্দার শহীদ উল্যাহকে আটকের চেষ্টা চলছে। খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

এদিকে কচুয়া থানার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুদীপ্ত শাহীন জানান, শহীদ উল্যাহ পালিয়ে যাওয়ার ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ মে ২০২৩