Home / উপজেলা সংবাদ / কচুয়ার কৃতি সন্তান মনসুর আল ফরিদ জিকু’র ব্যারিস্টার এট ল’ কোর্স সম্পন্ন
সন্তান

কচুয়ার কৃতি সন্তান মনসুর আল ফরিদ জিকু’র ব্যারিস্টার এট ল’ কোর্স সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের অধিবাসী ছেঙ্গারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান মিয়ার জৈষ্ঠ্য সন্তান মনসুর আল ফরিদ জিকু ব্যারিস্টার এট ল’ কোর্স সম্পন্ন করেছেন। তিনি বিপিপি ইউনিভার্সিটি হতে চলতি বছরের অক্টোবর মাসে এ কোর্স সম্প্নন করেন।

২০২৩ সালের জুলাই মাসে লন্ডনের স্বনামধন্য প্রতিষ্ঠান দি হন্যারেবল সোসাইটি অব লিঙ্কন’স ইনন হতে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে কল দু দ্যা বার সনদপত্র গ্রহন করবেন। ব্যারিস্টার এট ল’ কোর্স সম্পন্নকারী মনসুর আল ফরিদ জিকু বর্তমানে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

জানা গেছে, কচুয়ার কৃতি সন্তান মনসুর আল ফরিদ জিকু ২০০৩ সালে মতলব উত্তর উপজেলার ইমামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,২০০৫ সালে ছেঙ্গাচর সরকারি বিশ্বিবদ্যালয় কলেজ থেকে এইচএসসি,২০১২ সালে এলএলবি ইউনির্ভাসিটি অব লন্ডন,২০১৪ সালে এলএল.এম বেঙ্গর ইউনির্ভাসিটি ওয়েলস,২০২২ সালে বিপিপি ইউনির্ভাসিটি ল’ স্কুল লন্ডন থেকে ব্যারিস্টার এট ল’ কোর্স সম্পন্ন করেন।

এদিকে কচুয়া মাঝিগাছা গ্রামের কৃতি সন্তান প্রিন্সিপাল শাহজাহান মিয়ার সুযোগ্য সন্তান মনসুর আল ফরিদ জিকু ব্যারিস্টার এট ল’ কোর্স সম্পন্ন করায় মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহমেদ রাজু,প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ নভেম্বর ২০২২