Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৫১ বছর পর অবশেষে কাঠালিয়া গ্রামবাসীর স্বপ্ন পূরন
কাঠালিয়া

কচুয়ায় ৫১ বছর পর অবশেষে কাঠালিয়া গ্রামবাসীর স্বপ্ন পূরন

স্বাধীনতার ৫১ বছর পর অবশেষে চাঁদপুরের কচুয়া ও মতলব দক্ষিন উপজেলার সীমান্তবর্তী কাঠালিয়া গ্রামের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাঠাঁলিয়া গ্রামে নব নির্মিত ওই রাস্তা পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্যাহ পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিশির।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, স্থানীয় আওয়ামী লীগ নেতা গনেষ চন্দ্র সরকার, কানাই চন্দ্র সরকার, যদু চন্দ্র সরকার ও যুবলীগ নেতা বিমল চন্দ্র সরকারসহ আরো অনেকে।

এসময় প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, কাঠাঁলিয়া গ্রাম আমার নিজের গ্রাম মনে করে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ব্রীজ নির্মান, অগ্রাধীকার ভিত্তিতে শিক্ষিত যুবক-যুবতীদের চাকুরি প্রদানসহ যাবতীয় উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

পরে গ্রামবাসী অবহেলিত এই গ্রামে নতুন রাস্তা নির্মাণ করে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ ফেব্রুয়ারি ২০২৩