চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁনপাড়া গ্রামে রয়েজা বেগম (৫৫) নামের মানসিক রোগে আক্রান্ত এক নারী গত ৪ মে থেকে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বুধবার (২৪ মে) ওই গ্রামের অধীবাসী মো. আকাশ মিয়াজী তার ফুফু নিখোঁজ রয়েজা বেগমের সন্ধানের দাবীতে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়রী করেছেন। যার জিডি নং- ১২৬০।
কোনো সু-হৃদয়বান ব্যাক্তি ওই নারীর সন্ধান পেলে তার আত্মীয় আকাশ মিয়াজী’র ব্যবহৃত ০১৭১০-২২৪৭২২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur