Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সেরা শিক্ষক হয়েছেন যারা
শিক্ষক
মিজানুর রহমান, নুরুল আলম, আহমদ উল্লাহ, কামরুজ্জামান

কচুয়ায় সেরা শিক্ষক হয়েছেন যারা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে প্রতিযোগিতায় উত্তীর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষক-শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কচুয়ায় এবারো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আলম মজুমদার।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মনোহরপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন যারা, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আহম্মেদ উল্যাহ, উচ্চ বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন উজানী হাজী আলেক জান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান মোল্লা ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মো. শাহ আলম।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন যারা, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির ছাত্রী মিরা রানী শীল, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী খন্দকার আরিবা নাজরি নাবা, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা দশম শ্রেনির ছাত্র তোফায়েল আহমেদ ও আইনগিরি গোলজার শাহ ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেনির ছাত্রী ছায়রা আক্তার।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ মে ২০২৩