Home / সারাদেশ / কচুয়ায় সাবেক এনবিআরের চেয়ারম্যানের ঈদ পুনর্মিলনী
ঈদ

কচুয়ায় সাবেক এনবিআরের চেয়ারম্যানের ঈদ পুনর্মিলনী

চাঁদপুর-১ কচুয়া আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রতীক মনোনয়ন প্রত্যাশী সাবেক এনবিআরের চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন দলীয় নেতা কর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার উপজেলার হাসিমপুর-মিয়ার বাজার নিজ বাড়ির স্বাধীনতা বাসভবনে এ ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো: গোলাম হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জাব্বার বাহার, বাতেন সরকার, আশরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী, সদর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ জুবায়ের হোসেন, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম টগর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, আব্দুল কাদের, আবুল খায়ের রুমিসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২৩