চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকের বাবা প্রাক্তন সরকারি কর্মকর্তা ডা: হাবিবুর রহমান আর বেচেঁ নেই (ইন্নালি…রাজিউন)। তিনি সোমবার রাত ১১.১৫ মিনিটে ফুসফুসের শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
এদিকে মঙ্গলবার ঢাকার পশ্চিম মেরুল জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা ও একই দিন বিকালে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর দেওয়ান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মরহুমের লাশ নিজ গ্রাম আকানিয়া-নাছিরপুর দেওয়ান বাড়ির পারবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর,সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,জাহাঙ্গীর আলম ফারুকী,বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়াসহ অসংখ্য মুসল্লি অংশগ্রহন করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কর্মজীবনে তিনি একজন সৎ মানুষ ও সাদালোপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur