অবশেষে বহু চড়াই-উৎরাই পেরিয়ে কচুয়ার ঐতিহ্যবাহী শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান যোগদান করেছেন।
সোমবার (১৪ আগস্ট) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভুইয়া তাঁকে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ সময় সকল প্রভাষক ও কর্মচারীগণ মোহাম্মদ মনিরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ হিসেবে স্বাগত জানান। অধ্যক্ষ হিসেবে যোগদান উপলক্ষে কলেজের প্রভাষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্বপূণ আলোচনা হয়। যোগদানকৃত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর দায়িত্ব সঠিকভাবে পালনে কলেজ পরিচালনা পর্ষদ, প্রভাষক, কর্মচারী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur