চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট, শিক্ষাবিদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির গর্বিত বাবা আশেক আলী খানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের আয়োজনে কোরআন খানী, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সার্বিক আয়োজনে অনুষ্ঠান শেষে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur