Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সেনগাঁও বালিকা উবি’তে মা সমাবেশ অনুষ্ঠিত
sengown-

সেনগাঁও বালিকা উবি’তে মা সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ১ আগস্ট বুধবার বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবদুল আজিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্র দেন অভিভাবক সদস্য মো.আবাবাস মজুমদার, মো.মামুন পাটওয়ারী, সহকারী শিক্ষক আবদুল করীম,মো.আহসান উদ্দিন,মাও.আবদুল হান্নান , মেহেদী হাসান ও মানজিদা অকতার। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক আবদুল গনি । মা সমাবেশে মায়েদের মধ্যে বক্তব্য দেন মিসেস আমেনা হক্ ,মুরশিদা বেগম , সীমু বেগম ও মুন্নি হক ।

সমাবেশে-প্রধান শিক্ষক বলেন, ‘শিক্ষার মান বাড়াতে, দেশের মানবসম্পদ উন্নয়নে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় স্কুলটি দিন দিন উন্নয়নের দিকে এগুচ্ছে। ৫২ বছর ধরে নারী শিক্ষা বিস্তারে সেনগাঁও উ.বি অসামান্য অবদান রাখছে। তাই এটা আপনাদের স্কুল । আপনাদের মেয়েরাই এখানে পড়ে।’

বক্তাগণ মা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ,‘ জাতির পিতার পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা, নারী উন্নয়ন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও নারীর সমঅধিকার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণসহ সময়োপযোগী নানা ধরনের নীতি ও কৌশল গ্রহণ করেছেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি নারীরাও আজ অংশগ্রহণ করতে পারছে।

সরকারের রূপকল্প- ২০৪১ বাস্তবায়িত হবে যার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব হবে। আজকে বাংলাদেশে যে শিশু জন্ম গ্রহণ করবে ২০৪১ সালে তার বয়স হবে ১৯ বছর। এ শিশুটিই হবে আগামির বাংলাদেশের মূল চালিকাশক্তি ।

২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলা শুধু সরকারের লক্ষ্য নয়,বরং উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে টিকে থাকা, যার জন্য প্রয়োজন হবে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে বুদ্ধিদীপ্ত মানবসম্পদ। সেখানে থাকবেনা কোনো বৈষম্য, নারীর অধিকার নিশ্চিত হবে সকল ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা পাবে প্রতিটি নাগরিক। ’

প্রধানশিক্ষক বলেন,‘শিক্ষা ব্যবস্থায নতুন কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষকদের মাধ্যমে বাস্তবায়নে যে সব আদেশ-নির্দে শ দেযা হয তা পালনে ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়াতে মাদের তাদের মেয়ের প্রতি সজাগ দৃষ্টি, নিয়মিত স্কুলে যাওয়া-আসা,মোবাইল ব্যবহারের প্রতি কড়া নজর, স্বাস্থ্য পরিচর্যা,নৈতিক আচরণবোধ মেনে চলা,বাল্যবিয়ের কুফল সম্পর্কে উপস্থাপন করেন।’

আলোচনা শেষে ৮ম, ৯ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিকীর ফলাফল বিবরণী তাদের মায়েদের হাতে তুলে দেন্।

আগস্ট ১ , ২০২৩
এজি