Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় যুব সমাজের উদ্যোগে হা-ডু-ডু ফাইনাল খেলা
সমাজের

কচুয়ায় যুব সমাজের উদ্যোগে হা-ডু-ডু ফাইনাল খেলা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শুয়ারুল গ্রামে যুব সমাজের উদ্যোগে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া হা-ডু-ডু ফাইনাল খেলা উৎসবমূখর ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর শুক্রবার বিকালে শুয়ারুল মোল্লা বাড়ি বালুর মাঠ সংলগ্ন মাঠে এ ফাইনাল টূর্ণামেন্টে আটোমোর একাদশকে হারিয়ে দূর্গাপুর একাদশ চ্যাম্পিয়ান লাভ করে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন, সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহেব আলী প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সর্দার,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ,সমাজসেবক ইঞ্জি.আব্দুল আলিম,সাচার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহআলম পাটোয়ারী,ইউপি সদস্য স্বপ্না রানী দাস,গোলাম মোস্তফা ভূঁইয়া,আব্দুর জব্বার প্রমুখ। বিজয়ীদলের চ্যাম্পিয়ান ফ্রিজ গ্রহন করেন টিম ম্যানেজার আলী আশর্^াদ ও আব্দুল মোতালেব।

অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতা করেন, খেলা আয়োজক কমিটির সদস্য নবীর হোসেন,কামরুল ইসলাম মুন্সী,আলমাছ প্রধান,আব্দুল বারেক সর্দার,সেলিম বেপারী,হাসান আলী সরকার,নুর হোসেন মোল্লা,জাহাঙ্গীর আলম,মিলন পাটোয়ারী,নুরুল ইসলাম,ক্ষিতিস মাষ্টার প্রমুখ। এসময় স্থানীয় খেলা প্রেমী হাজার হাজার উৎসবমুখর লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ ডিসেম্বর ২০২২