Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাঠাগারের

কচুয়া পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন দক্ষিণ বাজারে রুহুল চেয়ারম্যান মার্কেটে অবস্থিত কচুয়া পাঠাগারের ১ম বর্ষপূতি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাঠাগারের কার্যালয়ে এ আলোচনা সভা হয়।

পাঠাগারের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাউদ্দিন মাসুদের পরিচালনায় বক্তব্য দেন, পাঠাগারের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, সদস্য মাওলানা সারাফাত হোসেন,জাহাঙ্গীর আলম,নাদিম মাহমুদ নাবিল,সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত পাঠক ও অতিথিদের উদ্দেশ্যে কচুয়া পাঠাগারের সাধারন সম্পাদক সালাউদ্দিন মাসুদ বলেন, বই পড়লে আলোকিত হওয়া যায়। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে প্রতিনিয়ত কচুয়া পাঠাগারে এসে সকল শ্রেনী পেশার মানুষকে বই ও পত্রিকা পড়ার আহ্বান জানান।

পাশাপাশি কচুয়া পাঠাগারটি সাধারন মানুষের মুখে মুখে আরো ব্যাপক পরিচিতি করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় কচুয়া পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ,ব্যবসায়ী,পাঠক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ ডিসেম্বর ২০২২