কচুয়া উপজেলা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রশিদ পাঠানের কবর জিয়ারত ও তাঁর স্বরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের পুত্র মো. রাকিবুল হাসান জেমস এর উদ্যোগে পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে শায়িত আব্দুর রশিদ পাঠান এর জান্নাতময় জীবন কামনা করে সংক্ষিপ্ত এ দোয়া কামনা ও মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী, উপাধ্যক্ষ মো. ছাদেকুর রহমান, মরহুমের জৈষ্ঠ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল হাসান জেমসসহ মরহুমের পরিবারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার পালাখাল গ্রামের অধিবাসী, উপজেলা যুদ্ধকালীন কমান্ডার, নারায়নগঞ্জস্থ-চাঁদপুর জেলা সমিতির সভাপতি, কচুয়া উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান সকলকে কাঁদিয়ে গত বছরের ২৩ অক্টোবর না ফেরার দেশে চলে যান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ ডিসেম্বর ২০২৪