কচুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়,বন্যা প্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা মেহেদী, ইউএনও মো. নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur