কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারন ভোটার ও সমর্থকদের দোয়া ও সমর্থন চেয়ে প্রচারনা করছেন বীর মুক্তিযোদ্ধা কন্যা ও যুব মহিলালীগ নেত্রী কুলসুমা আক্তার। তিনি গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলার রাগদৈল, সাচার, শুয়ারুল, দূর্গাপুর, বিতারা, মাঝিগাছা, পালাখালসহ বেশ কিছু স্থানে প্রচারনা করেছেন।
প্রচারনা কালে তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি আপনাদের মূল্যবান ভোটে কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে নারীদের কল্যাণে নিজেকে পৃষ্ঠপোষকতা করবো। এসময় প্রচারনা কালে তার সাথে মহিলা মেম্বার মর্জিনা আক্তার, যুবলীগ নেত্রী রুমা আক্তারসহ ছাত্রলীগ, যুবলীগের অসংখ্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur